মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা জানিয়েছেন, তার ওপর হামলার চেষ্টার পর তিনি বর্তমানে ‘নিরাপদ স্থানে’ অবস্থান করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। নিজের অবস্থান গোপন রেখে সোমবার এক ফেসবুক লাইভ ভাষণে ৫১ বছর বয়সী রাজোয়েলিনা বলেন, ‘একদল সামরিক কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার পরিকল্পনা করেছিল।’ অনিশ্চিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে গেছেন তিনি। দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে অংশ নিচ্ছে মূলত তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা, যাদের স্থানীয়ভাবে বলা হচ্ছে ‘জেন জি মাদা।’ বিদ্যুৎ ও পানির সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতিতে ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিক্ষোভের শুরুতে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন, যদিও সরকার এই সংখ্যা অস্বীকার করেছে। এদিকে রাজনীতিক অস্থিরতার মধ্যেই দেশটির প্রভাবশালী সেনা...