আহমেদাবাদের পর দিল্লি টেস্টেও ভারতের সামনে দাঁড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটা আড়াই দিনে হেরে যাওয়ার শঙ্কা থাকলেও লড়াই করে খেলা পঞ্চম দিনে নিয়ে যায় সফরকারীরা। অবশেষে আজ ভারত জয় তুলে নেয় ৭ উইকেটের ব্যবধানে। ১২১ রানের লক্ষ্য মাত্র ৩৫.২ ওভারেই পেরিয়ে যায় শুবমান গিলের দল। অপরাজিত ফিফটি করেন লোকেশ রাহুল। এই জয়ের মাধ্যমে ভারত দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল। সেইসঙ্গে একই প্রতিপক্ষের বিপক্ষে টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের বিশ্বেরকর্ডও গড়ে ফেলল। এতদিন এই রেকর্ডের একক মালিকানা ছিল দক্ষিণ আফ্রিকার। তারা ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই একই কীর্তি গড়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ২৭টি টেস্ট ম্যাচে একটিও হারেনি ভারত। সর্বশেষ পরাজয় এসেছিল ২০০২ সালের মে মাসে জ্যামাইকার কিংস্টনে। ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ব্যর্থতা...