ঠোঁটকাটা’খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং বিতর্ক যেন একে-অপরের সমার্থক। বরাবর বেফাঁস মন্তব্য বা পোস্টের জেরে চর্চার শিরোনামে থাকেন তিনি। সেটা বলিউডের ময়দান হোক কিংবা রাজনৈতিক ইস্যু। সবখানেই ‘রণং দেহি’ এই সাংসদ-নায়িকা। এবার নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে বলিউড তারকা শাহরুখ খানকে খানকে খোঁচা দিয়ে বসলেন বলিউডের ‘কুইন’! নিজের জীবনসংগ্রামের তুলনা টেনে কঙ্গনা বলেন, ‘আমি এত সাফল্য পেলাম কীভাবে? সম্ভবত আমার মতো আর কেউ নেই যে গ্রাম থেকে এসে মূলধারার সিনেইন্ডাস্ট্রিতে এত সাফল্য পেয়েছে। শাহরুখ খানও তো দিল্লির ছেলে। কনভেন্টে পড়াশোনা করেছেন। কিন্তু আমি হিমাচলের প্রত্যন্ত গ্রামের মেয়ে।...