খবর টি পড়েছেন :২২৯ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সোমবারের রাতটা জায়ান্ট দলগুলোর জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। অন্যদিকে, জার্মানি উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে এবং বেলজিয়াম বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেছে।ইনজুরির কারণে এমবাপ্পেবিহীন ফ্রান্সকে ২-২ গোলে রুখে দিয়েছে আইসল্যান্ড। ৩৯ মিনিটে ভিক্টর পালসনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ক্রিস্টোফার এনকুনকু (৬৩) ও জঁ-ফিলিপ মাতেতা (৬৮) পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ফ্রান্সকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাত্র দুই মিনিট পরেই ক্রিস্টিয়ান লিনসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড এবং ফ্রান্সের কাছ থেকে মূল্যবান পয়েন্ট কেড়ে নেয়। এই ড্রয়ের ফলে ‘আই’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফ্রান্স শীর্ষে থাকলেও, তাদের বিশ্বকাপ নিশ্চিত করার অপেক্ষা বাড়ল।ম্যাচ শেষে হতাশ ফরাসি...