স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভার পর্যন্ত লড়াই করেও ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। জয় প্রায় হাতের মুঠোয় এনে ফেলেও ক্যাচ মিস ও রানআউটের সুযোগ হাতছাড়া করায় ম্যাচ হারতে হয়েছে নিগার সুলতানাদের। তবে ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গর্ব করেছেন দলের লড়াকু মানসিকতা নিয়ে। সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে তিন উইকেটে। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে। জবাবে ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিং করে ২৩৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বাংলাদেশ ম্যাচ জমিয়ে তুলেছিল শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়ে। লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। বাংলাদেশের জয় তখন...