টেলিভিশনে সাক্ষাৎকার না দেওয়ার প্রতিবাদ করায় কয়েকজন টিভি সাংবাদিকের কাছ থেকে হুমকি পেয়েছিলেন-এমন অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানান তিনি। রিপন বলেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাসায় এসে ইন্টারভিউ নেওয়ার অনুরোধ করলেও তিনি তা নামঞ্জুর করেন। পরে টিভিতে সাক্ষাৎকার না নিলে প্রাণনাশের হুমকি দেয়া হয় তাঁর কাছে। এই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। রিপনের পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ভাই, আপনার যে জ্ঞান এবং মূল্যবোধ আছে, ওটা যদি আমাদের সবার থাকত, তাহলে আজকে আমরা একটা শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম। রিপোর্টিংয়ের নামে যে হয়রানির ‘সংস্কৃতি’ সেটাকে মোকাবেলার কোনো উপায় নেই। সালমান আরও বলেন, বিষয়টি সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে দেখার প্রয়োজন রয়েছে এবং তিনি বিশ্বাস করেন...