শিক্ষকরা জানান, দুপুর ১২টার দিকে সচিবালয় অভিমুখে যাওয়ার প্রস্তুতির সময় অর্থবিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসে দুই ঘণ্টার জন্য স্থগিত রয়েছে। ইতোমধ্যে জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ শিক্ষক প্রতিনিধিরা মন্ত্রণালয়ে গেছেন। আন্দোলনে অংশ নেওয়া অধ্যক্ষ মো. বজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার আশ্বাসে শিক্ষকরা মার্ট টু সচিবালয় কর্মসূচি পিছিয়ে দেয়েছেন। এই সময়ের মধ্যে সরকারি সিদ্ধান্ত না পেলে বেলা ২টার পর ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হবে। শিক্ষকরা সচিবালয় অভিমুখে রওনা দেবেন।” অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষক নেতারা মন্ত্রণালয়ে গেছেন। আমরা শহীদ মিনারে অপেক্ষা করছি।’ জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা জানান, ‘শিক্ষকদের দাবি বাস্তবায়নে সচিবালয় অভিমুখে যাত্রা করবো। শিক্ষকদের ওপর আগের মতো যদি হামলা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা...