এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে জামাল- হামজারা সেখানে অনুশীলন মাঠ ছাড়াও নানান বিড়ম্বনায় পড়েছেন। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বললেন, ‘খেলায় জিতেই আজ এর জবাব দিতে হবে।’ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সফরকারী দলকে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশ দল এক দিন আগেও ভালো মাঠ পায়নি বলে জানা গেছে। যদিও হংকং দলও ঢাকায় এসে এমন সুযোগ-সুবিধা নিয়ে অনুযোগ করেছিল। মঙ্গলবার (১৪ অক্টোবর) কমলাপুর ও বাফুফে ভবনের টার্ফ উদ্বোধনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক প্রশ্নের উত্তরে বলেন, ‘স্বাগতিক দেশ যে আচরণ করছে সেটা নিয়ে মন্তব্য করবো না। কারণ এএফসি স্ট্যান্ডার্ডে তারাও আমার কলিগ। তবে স্বাগতিক দেশ আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে...