বিপুল সংখ্যক মৌসুমী বা খণ্ডকালীন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। দেশটির আবহাওয়াগত কারণে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই আট মাস বাংলাদেশি শ্রমিকদের কাজ করার সুযোগ রয়েছে। এই সময়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। বছরে প্রায় ১০ লাখ শ্রমিকের প্রয়োজন মেটাতে দক্ষিণ কোরিয়া বিদেশ থেকে কর্মী নিতে আগ্রহী। শুঁটকি প্রক্রিয়াজাতকরণ, সবজি বাগান ও বাজারজাতকরণের মতো খাতে কর্মী নেবে তারা। শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসব খাতে কর্মী যাচ্ছে। জানা যায়, এই মৌসুমী কাজের জন্য কর্মীদের কোরিয়ান ভাষা বা কর্মদক্ষতারও প্রয়োজন নেই। বিনা খরচে নামমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে দেশটিতে মৌসুমী কর্মীর চাকরি পেলে একজন শ্রমিক প্রতি মাসে প্রায় দেড় লাখ টাকা বেতন পাবেন, যা আট মাসে ১২ লাখ টাকা রোজগার করার সুযোগ সৃষ্টি করবে...