বিউটি পার্লারে লোভনীয় চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে ভারতে পাচার হওয়ার পর দেহব্যবসার অন্ধকার জগতে ঠেলে দেওয়া দুই বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে পুনে পুলিশ। মানব পাচারের এই আন্তঃদেশীয় চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) পুনের কাত্রজ এলাকা থেকে এক তরুণীর ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কাত্রজ এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রথম তরুণী নিজেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চান। তাকে উদ্ধারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুনের আম্বেগাঁও পাঠার এলাকার অন্য একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তরুণীকেও উদ্ধার করা হয়। এই মানব পাচারের ঘটনায় রজু পাটিল নামের এক ব্যক্তিকে ধনকাওয়াদি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত...