‘নায়ক হওয়ার মতো চেহারা নয়’ এমন মন্তব্য ঘিরে সমালোচনায় পড়েছিলেন তরুণ অভিনেতা প্রদীপ রঙ্গনাথন। এবার তার পাশে দাঁড়ালেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা নাগার্জুনা। তিনি শুধু সমর্থনই জানাননি বরং প্রদীপকে তুলনা করেছেন রজনীকান্ত ও ধানুশের সঙ্গে। সম্প্রতি ‘বিগ বস তেলেগু ৯’-এর সাপ্তাহিক পর্বে অতিথি হয়ে এসেছিলেন প্রদীপ রঙ্গনাথন। সেখানে নিজের নতুন সিনেমা ‘ডিউড’-এর প্রচারে অংশ নেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগার্জুনা। এ সময় প্রদীপের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। নাগার্জুনা বলেন, ‘অনেক বছর আগে সিনেমায় এক ‘বজ্রপাত’ এসেছিল। তিনি পুরো শিল্পটাকে বদলে দিয়েছিলেন। তার নাম রজনীকান্ত। কয়েক বছর পর আরেকটি ‘বজ্রপাত’ আসে, পাতলা গড়নের এক তরুণ। তিনি তরুণ সমাজকে আলোড়িত করেছিলেন। তার নাম ধানুশ। আর এখন কয়েক দশক পর আমি আরেকজনকে দেখছি। সে প্রদীপ।’ তার এমন মন্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রদীপ। তিনি...