রাজধানীতেসহ সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায়ই ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং এসব মিছিলে অংশ নিলেই জনপ্রতি ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ এই দলটি বিপুল অর্থ খরচ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি জানান, ঝটিকা মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা জিজ্ঞাসাবাদে এই আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। শেখ মো. সাজ্জাত আলী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আওয়ামী লীগের অনেক টাকা আছে। ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঝটিকা মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ...