জেন জি হিসেবে পরিচিতি পাওয়া তরুণ প্রজন্মের বিক্ষোভের পর দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার দেশটির বিরোধীদলীয় প্রধান, সামরিক একটি সূত্র ও একজন বিদেশি কূটনীতিক রয়টার্সকে ঘটানটি জানিয়েছে। বিশ্বব্যাপী জেন জি অস্থিরতার মধ্যে মাত্র এক মাস আগে তরুণ প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে নেপালে সরকারের পতন ঘটে, এবার আরেকটি দেশের সরকারের পতন ঘটল। মাদাগাস্কার পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনাইকো রয়টার্সকে বলেছেন, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট পক্ষ ত্যাগ করে প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রোববার রাজোয়েলিনা দেশ ছাড়েন। তিনি বলেন, “আমরা প্রেসিডেন্ট দপ্তরের কর্মীদের ফোন করেছিলাম। তারা নিশ্চিত করেছে যে তিনি দেশ ছেড়ে গেছেন।” তবে রাজোয়েলিনা কোথায় গেছেন তা জানা যায়নি, জানিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য তাদের জানানো অনুরোধে প্রেসিডেন্ট দপ্তর সাড়া দেয়নি। সোমবার রাতে ফেইসবুকে সম্প্রচারিত...