নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাটানো এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তার আসন্ন আত্মজীবনী থেকে প্রকাশিত বইয়ের একটি অংশে। সেখানে বন্ধুদের সঙ্গে গাঁজা সেবনের এক মুহূর্ত তার মনে ২০১২ সালের সেই বিভীষিকাময় স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যে রাতে তালেবানের গুলিতে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। নিজের নতুন আত্মজীবনী ‘ফাইন্ডিং মাই ওয়ে’ প্রকাশের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, “আমার মস্তিষ্ক পুরো ঘটনাটা ভুলে গিয়েছিল। কিন্তু সেই রাতে গাঁজা খাওয়ার পর হঠাৎ করে সব স্মৃতি ফিরে এল।” ২০১২ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে কথা বলার কারণে মালালার মাথায় গুলি চালায় এক মুখোশধারী তালেবান বন্দুকধারী। গুরুতর আহত অবস্থায় তাঁকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই তাঁর জীবন বদলে যায়। মালালা জানান, গাঁজা...