এক ‘বিরল’ পদক্ষেপ নিল নেদারল্যান্ডসের সরকার, যেখানে নেদারল্যান্ডসে অবস্থিত ‘নেক্সপেরিয়া’ নামের এক চীনা মালিকানাধীন সেমিকন্ডাক্টর কোম্পানিটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। বিশ্বজুড়ে বাণিজ্য নিয়ে উত্তেজনা এখন চরমে। এ পদক্ষেপের মাধ্যমে দেশটি নিশ্চিত করতে চায় যে, গোটা বিশ্বে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেও ইউরোপে প্রয়োজনীয় চিপের সরবরাহ অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। চীনের ‘উইংটেক টেকনোলজি’র সহযোগী কোম্পানি ‘নেক্সপেরিয়া’ মূলত গাড়ি, ভোক্তা ইলেকট্রনিক্স ও অন্যান্য শিল্পে ব্যবহৃত বিভিন্ন চিপ বিশাল পরিমাণে উৎপাদন করে, যা ইউরোপের জন্য সাপ্লাই চেইন বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে ডাচ অর্থ মন্ত্রণালয় বলেছে, সেপ্টেম্বরে ‘নেক্সপেরিয়া’ কোম্পানির ক্ষেত্রে ‘গুডস অ্যাভেইলেবিলিটি আইন’ নামের এক বিশেষ আইন কার্যকর করেছে তারা। যার উদ্দেশ্য, ‘যে কোনো জরুরি পরিস্থিতিতে যেন নেক্সপেরিয়ার সম্পূর্ণ ও আংশিক তৈরি পণ্য বাজারে পাওয়া যায়’। এমন ঘোষণার পর...