
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে 'মার্চ টু সচিবালয়' কর্মসূচি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। সরকার দাবি মেনে না নিলে বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে বলে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন। আজিজী বলেন, "আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি প্রত্যাহার করছি না, তবে তা এখনই হচ্ছে না। প্রশাসন এবং হাসনাত আবদুল্লাহ (জাতীয় নাগরিক পার্টির-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক) আমাদেরকে লং মার্চ কর্মসূচি না করার জন্য আহ্বান জানিয়েছেন। "শিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নিক। তারা প্রজ্ঞাপন যখন খুশি দিতে পারে। তবে তারা যদি মিডিয়ার সামনে ব্রিফ করে ঘোষণা দিক যে, আমাদের তিনটি দাবি মেনে নিয়েছেন তাহলে আমরা সচিবালয়ের দিকে যাব না।" মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের...