চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে তেমন কোনো হুমকি দেখছে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো হুমকি নেই। শুধু বাইরে থেকে ইন্ধন না এলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যাবে।” মঙ্গলবার বেলা সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। এর আগে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “আমরা আজকে প্রক্টর মহোদয়ের সাথে কথা বলেছি, একটা মিটিং করেছি সমন্বয় মিটিং এবং প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথেও আমরা মিটিং করেছি। “দুই জায়গাতেই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার স্যারের পরিকল্পনাটা এবং প্রক্টর মহোদয়ের যে...