যুক্তরাষ্ট্রে কলেজ শিক্ষা বরাবরই ব্যয়বহুল। চার বছরের কলেজ শিক্ষার গড় খরচ ৩০ হাজার ডলারের মতো। কিন্তু নতুন একটি প্রতিবেদন দেখাচ্ছে, কম খরচে ভালো মানের শিক্ষা পাওয়া সম্ভব। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ২০২৬ সালের সেরা ১০টি কলেজের র্যাঙ্কিং প্রকাশ করেছে। তালিকায় কলেজের নেট প্রাইস, ফেডারেল ও স্কুলভিত্তিক অর্থসহায়তা, অনুদান ও বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থীরা যে খরচ বহন করেন ও গ্র্যাজুয়েটদের আয়ের ওপর স্কুলের প্রভাব বিবেচনা করা হয়েছে। শেষের মানটি বের করা হয়েছে উচ্চবিদ্যালয় শেষ শিক্ষার্থীদের আয়ের সঙ্গে কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যবর্তী আয়ের পার্থক্য হিসাব করে। শীর্ষ ১০ তালিকার মধ্যে সাতটি কলেজ নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সিইউএনওয়াই) নেটওয়ার্কের। আইভি লিগ থেকে স্থান পেয়েছে মাত্র একটি কলেজ। ম্যানহাটানের বারাচ কলেজ শীর্ষ স্থানে রয়েছে টানা তৃতীয় বছর। নেট প্রাইস মাত্র ২ হাজার ৯৭৮ ডলার।...