দিওয়ালির উৎসব মানেই বলিউডে রঙ, আলো আর গ্ল্যামারের ঝলক। প্রতিবছর এই সময়টা যেন পরিণত হয় তারকাদের সাজ–পোশাকের প্রতিযোগিতায়। সেই ঐতিহ্য বজায় রেখেই এবারও আয়োজন করেছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। তার দিওয়ালি ব্যাশে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। কারও ঝলমলে লেহেঙ্গা, কারও রাজকীয় শাড়ি-প্রতিটি লুকেই ছিল আলাদা সৌন্দর্যের ছোঁয়া। এক সন্ধ্যায় যেন ফ্যাশন, বন্ধুত্ব আর উৎসবের মেলবন্ধনে ঝলমল করেছিল পুরো বলিউড। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে হাস্যোজ্জ্বল অভিনেতা রিতেশ দেশমুখ এবং অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। পার্টিতে অভিনেতা ববি দেওল ও তার স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন প্রীতি জিনতা। বলিউডের তরুণ প্রজন্মের ফ্যাশন সেনসেশনে পরিণত হওয়া শানায়া কাপুর পরেছিলেন সাদা পাথর ও মুক্তাখচিত ঝলমলে ফিউশন লেহেঙ্গা। ওয়ান-শোল্ডার ব্লাউজের কাটআউট ডিজাইন তার লুকে এনে দিয়েছিল আধুনিকতার সাহসী ছোঁয়া। অভিনেত্রী বানী কাপুরের পরনে ছিল...