রাজধানীতে জামায়াতের মানববন্ধন ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু হওয়ার পরপরই নগরীর বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায়। দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন শেষ হওয়ার পরও মৎস্য ভবন মোড়, শাহবাগ, পল্টন, যাত্রাবাড়ী, গুলিস্তান মতিঝিল, বাংলা মোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকাসহ বিভিন্ন মোড়ে অসংখ্য যানবাহন থমকে গেছে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন। বিশেষ করে মৎস্য ভবন মোড়ে শীর্ষ নেতারা বক্তব্য রাখায় সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তাদের বহন করা পিক-আপ ও মোটরসাইকেল কারণে শাহবাগ থেকে মৎস্য ভবনের উভয় পাশেই গাড়ির দীর্ঘ বহর। অন্যদিকে কাকরাইল ও হেয়ার রোডেও আটকে রয়েছে অনেক যানবাহন। যদিও ট্রাফিক পুলিশের...