দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ এবং রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিত করতে মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান লিটন, শেখ শাপলা, খন্দকার মুইজ, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম এবং জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, “আমরা এই মেহেরপুরকে চাঁদাবাজ মুক্ত, ঘুষখোর মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর, পরিচ্ছন্ন জেলা হিসেবে দেখতে চাই। এই হাসপাতালের সুন্দর অবকাঠামো থাকা যথেষ্ট নয়, এটি যারা পরিচালনা করে তাদেরও মানবিক ও সৎ হওয়া প্রয়োজন। এই তত্বাবধায়ক স্বেচ্ছাচারিতায় আমাদের স্বজনরা জীবন হারাবেন, মেহেরপুরবাসী হিসেবে আমরা সেটা কামনা করি না।...