পাকিস্তানের জাতীয় বিমান সংস্থার বেশিরভাগ শেয়ার বিক্রি করার পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেশটির অর্থনীতির ওপর একটি চাপ হিসেবে দেখা হচ্ছে। এ প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পাকিস্তানের সরকার সম্প্রতি এক ঘোষণা বলেছিল, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংস্কারের অংশ হিসেবে লোকসানে থাকা বিমান সংস্থাটির নিয়ন্ত্রণসহ ৫১ শতাংশ শেয়ার বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে চায়। পাকিস্তানের ৭ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহায়তার অধীনে এই বিক্রয় একটি গুরুত্বপূর্ণ শর্ত, যার ফলে অর্থনীতি স্থিতিশীল করার জন্য সরকারকে লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলো ছাড়িয়ে নিতে হবে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) একসময় দেশটির গর্বের প্রতীক ছিল। ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হত। বর্তমানে চরম অব্যবস্থাপনা...