ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত। দিল্লিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর এক ঘণ্টার মধ্যেই ১২১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এতেই ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল তারা। অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারতের প্রথম সিরিজ জয় এটি। এর আগে তার অধিনায়কত্বে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করেছিল ভারত। চতুর্থ দিনের শেষে ১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে ভারত। যশস্বী জয়সওয়াল ৮ রান করে ফিরলেও লোকেশ রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রান করে অপরাজিত থাকেন। ভারত ১ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শেষ করে। শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৫৮ রান। মাঠে নেমে অধিনায়ক গিল ও সুদর্শন আউট হন সকালে। এরপর লোকেশ রাহুল অপরাজিত ৫৮ রানে করে দলের জয় নিশ্চিত করে...