ঢাকা: যুক্তরাষ্ট্র ও চীন সমুদ্র পরিবহন সংস্থাগুলোর ওপর অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু করতে যাচ্ছে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে। এসব সংস্থা খেলনা থেকে শুরু করে অপরিশোধিত তেলসহ নানা পণ্য পরিবহন করে থাকে, ফলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের নতুন ফ্রন্ট হয়ে উঠছে সমুদ্রপথ।চীন জানিয়েছে, মার্কিন মালিকানাধীন, পরিচালিত, নির্মিত বা মার্কিন পতাকাবাহী জাহাজের ওপর বিশেষ চার্জ আরোপ করা হয়েছে। তবে এই শুল্ক চীনা-নির্মিত জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে বেইজিং সাফ জানিয়েছে।রাষ্ট্রীয় সম্প্রচারে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীন এই ছাড়ের জন্য নির্দিষ্ট কিছু বিধান রেখেছে। এর মধ্যে রয়েছে, চীনা শিপইয়ার্ডে মেরামতের জন্য প্রবেশকারী খালি জাহাজও এই অতিরিক্ত ফি থেকে অব্যাহতি পাবে।চীনের আরোপিত এই বন্দর ফি একক সমুদ্রযাত্রার প্রথম প্রবেশ বন্দরে কিংবা এক বছরের মধ্যে প্রথম পাঁচটি সমুদ্রযাত্রার জন্য...