গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। এরমধ্যে বর্তমানে ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে আন্তর্জাতিক অপরাধ আইনে সেনা কর্মকর্তাদের বিচার হলে তারা ভবিষ্যতে পার পেয়ে যাবেন বলে দাবি করেছেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিচার সেনা আইনে করার দাবি করেন তারা। সেনাবাহিনীতে থাকতে নয়, ডিজিএফআই, এনএসআই কিংবা র্যাবে থাকতে তারা গুম-খুনের অপরাধ করেছে বলে দাবি করেন...