এদিকে কাজী সুমনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে চালকরা স্বতঃস্ফূর্তভাবে সিএনজি স্ট্যান্ডে একত্র হয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।ভুক্তভোগীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন তার অন্যায় ও জুলুমের শিকার হয়েছি, আজ আমরা একটু স্বস্তি পেলাম।’স্থানীয় চালকরা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এমন অবৈধ কর্মকাণ্ডে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।গত শনিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে একটি নারী নির্যাতন মামলায় কাজী তরিকুল ইসলাম সুমনকে সেনা সদস্যরা গ্রেপ্তারপূর্বক মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ভুক্তভোগীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন তার অন্যায় ও জুলুমের শিকার হয়েছি, আজ আমরা একটু স্বস্তি পেলাম।’স্থানীয় চালকরা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,...