ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের প্রস্তাবিত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে মির্জাগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রধান ফটক সংলগ্ন বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে ‘মির্জাগঞ্জ উপজেলাধীন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ' এর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন— উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষক নেতা মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ মো. খবির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইত্তেজা হাসান, উপাধ্যক্ষ আ. মন্নান লোটাস, প্রভাষক মো. মাহাবুব রহমান টুকু, প্রভাষক মো. আবদুর রহিম চান, প্রভাষক এনামুল হক জাকির, প্রধান শিক্ষক মো....