মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকার পরও জামায়াত আবারও ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কোরআন অবমাননা ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।’ রিজভী বলেন, ‘দীর্ঘ আলোচনার পর জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে। এমন সময় পিআরসহ জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক।’ তাঁর দাবি, জামায়াত ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই...