বাংলাদেশ দ্রুতগতিতে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ‘স্মার্ট বাংলাদেশ’-এর অভিযাত্রায় দেশের তথ্যপ্রযুক্তি খাত এখন অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। কিন্তু এ খাতে বিভিন্ন দপ্তরে ছড়িয়ে থাকা সরকারি আইসিটি জনবল ও সেবা ব্যবস্থার কারণে নীতি বাস্তবায়নে জটিলতা, সমন্বয়ের অভাব এবং সম্পদের অপচয় স্পষ্টভাবে দেখা যায়। এই বাস্তবতায় সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সরকারি আইসিটি প্রফেশনালদের সেন্ট্রালাইজেশন ও একক সার্ভিস কাঠামো গঠন এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। বর্তমানে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পে আইসিটি কর্মকর্তারা আলাদাভাবে কাজ করছেন। এতে করে একজন বিশেষজ্ঞ কর্মকর্তা একই ধরনের কাজ পুনরায় করছেন, অথচ অন্য দপ্তরে একই দক্ষতার অভাব রয়ে যাচ্ছে। একক সার্ভিস কাঠামো থাকলে প্রযুক্তি নীতি, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার স্ট্যান্ডার্ড এবং ডেটা ম্যানেজমেন্ট একীভূতভাবে পরিচালনা করা সম্ভব হবে। প্রতিটি দপ্তরে আলাদা পদ ও বেতন কাঠামো থাকার...