পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তার সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জব্দ হওয়া সম্পদের মধ্যে আবুল কালাম আজাদ এবং তার স্ত্রীর মিসেস নাসরিন নাহার শিলার নিজ নামের রমনার ‘এ্যাসোর্ট বেইলি নেস্ট’ ১৫ দশমিক ৬৬ কাঠার ওপর নির্মিত ১০ তলা ভবনে কার পার্কিংসহ একটি ফ্ল্যাট, ডেমরার মাতুয়াইলের ২১ শতাংশ জমি, শান্তিনগরের চামেলীবে জমিসহ একটি দোকান, আবুল কালামের নামে খুলনার সোনাডাঙ্গার বানিয়াখামারের দশমিক শূন্য ৭৩৭ একর জমিসহ বাড়ি ও দশমিক শূন্য ৫৩৩ একর জমি, ১০ শতক জমি, নারায়নগঞ্জের ফতুল্লায় ৬ শতাংশ জমি এবং ৬ শতাংশ জমির ওপর নির্মিত ১৩০...