সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধনে এমন অভিযোগ করা হয়। জামায়াতের অভিযোগ, সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তারা জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। যারা এসব করছেন তাদের পরিণতি ফ্যাসিস্টের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জুলাই গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ দূর হলে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একটি গোষ্ঠী দেশে লুটপাট আর চাঁদবাজিতে লিপ্ত হয়েছে।’ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাই বিপ্লবের জাতীয় অর্জনকে কোনো কোনো দল দলীয় অর্জন আখ্যা দিয়ে দলীয় স্বার্থ হাসিলের জন্য নির্বাচন আয়োজনের পায়তারা করছে। তারা...