চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটের দিনের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল শিক্ষার্থী ও ভোটারকে কমিশনের প্রকাশিত নির্দেশনা মনোযোগসহকারে অনুসরণ করতে হবে। নির্বাচন কমিশন জানায়, ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে শিক্ষার্থীদের নির্ধারিত প্রবেশপয়েন্ট—কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩ নম্বর গোডাউন (প্রফেসর ইউনুস ভবনের পূর্বপাশে) ও শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে)—ব্যবহার করতে হবে।ক্যাম্পাসে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভ্যালিড ব্যাংক পে-স্লিপ দেখিয়েও প্রবেশ করতে পারবেন। ভোটারদের চাকসুর ওয়েবসাইট থেকে আগে থেকেই নিজের ভোটকক্ষ ও কেন্দ্রের অবস্থান জেনে নেওয়ার পর নির্দিষ্ট ভবনের সামনের ব্যারিকেডে...