গত ঈদুল আযহায় ‘উৎসব’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তানিম নূর। তারকাবহুল এই ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। এই সাফল্যের পর নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন তানিম নূর। কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে ছবিটি নির্মিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। তার আগেই জানা গেল, এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, সাবিলা নূর ও শরিফুল রাজ। বর্তমানে চলছে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ। কাস্টিং নিয়ে আগেই মুখ না মুখলেও নিশ্চিত হওয়া গেছে, চঞ্চল, সাবিলা, রাজ থাকছেন এ ছবিতে। থাকবে আরও একটি...