যেসব সাহিত্যকর্ম সময়ের গণ্ডি পেরিয়ে চিরকাল পাঠকের মনে আলো জ্বালিয়ে রেখেছে; তার মধ্যে অন্যতম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’। একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস। উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ কবি জন ডনের নান্দনিক পঙক্তি ‘ফর গড’স সেক, হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ’ ব্যবহার করেন। ১৯২৯ সালে প্রকাশিত উপন্যাসটি ১৭টি অনুচ্ছেদে বিভক্ত। উপন্যাসের প্রধান নায়ক হলেন অমিত রায়। আইন ব্যবসায়ী ধনাঢ্য বাবার একমাত্র ছেলে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছে। আইনের ছাত্র হয়েও সাহিত্যের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। আবার সাহিত্যিকদের নিয়ে তিনি সমালোচনাও করতেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে সমালোচনা করতেও তিনি দ্বিধাবোধ করতেন না। তার প্রখর সাহিত্যিক ও দার্শনিক মন্তব্যগুলো আজও পাঠকের মনে দাগ কাটে। তিনি যখন বলেন, ‘ফ্যাশানটা হল মুখোশ, স্টাইলটা হল মুখশ্রী’। তখন কেবল পোশাক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই...