মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে সহ-সভাপতির ভূমিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অপ্রত্যাশিতভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন প্রেসিডেন্ট। খবর হিন্দুস্তান টাইমসের। সোমবার গাজা শান্তি সম্মেলনে প্রায় ৩০ জন রাষ্ট্রনেতার মধ্যে একমাত্র নারী ছিলেন মেলোনি। শান্তিচুক্তিতে স্বাক্ষরের পর ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানানোর সময় মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন।আরো পড়ুন:ফিলিস্তিনের স্বীকৃতির দাবি এড়িয়ে গেলেন ট্রাম্প‘মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে’: ট্রাম্পকে নেতানিয়াহু ‘মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে’: ট্রাম্পকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।” এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, “আমি ঝুঁকি নিচ্ছি,...