ঢাকা: গাজা থেকে হামাসের হাতে থাকা চার নিহত বন্দির কফিন গ্রহণ করেছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) রেড ক্রসের মাধ্যমে গাজার একটি স্থানে ইসরায়েলি সেনারা কফিনগুলো গ্রহণ করে। নিহতদের মধ্যে ছিলেন গাই ইলুজ, ইয়োসি শারাবি, বিপিন জোশি ও ড্যানিয়েল পেরেজ।পরে পুলিশ সদস্যরা কফিনগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যান, যেখানে মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।ইসরায়েল দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের বাকি ২৪ জন নিহত বন্দির মরদেহ ফেরত দেওয়ার কথা থাকলেও, এখনো তা বাস্তবায়ন হয়নি। এছাড়া, এই মৃতদের অবস্থান সম্পর্কেও কোনো তথ্য দেয়নি হামাস।এর আগে, হামাস জীবিত ২০ জন বন্দিকে ফেরত দিয়েছিল বলে জানায় তেল আবিব।সূত্র: টাইমস অব ইসরায়েলনিউজজি/এস আর ঢাকা: গাজা থেকে হামাসের হাতে থাকা চার নিহত বন্দির কফিন গ্রহণ করেছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) রেড ক্রসের মাধ্যমে গাজার একটি...