সবশেষ তথ্যমতে, স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। সোনার দাম হু হু করে বাড়ছে। কিছুদিন পরপর রেকর্ড উচ্চতায় পৌঁছা যাচ্ছে মূল্যবান এই ধাতুর দাম। কিন্তু এক বছরের মধ্যে সোনার দাম ৫ হাজার ও রুপা ৬৫ ডলারে পৌঁছাতে পারে। ব্যাংক অব আমেরিকা নতুন পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, যেখানে গড় দাম দাঁড়াবে ৪ হাজার ৪০০ ডলার। রুপার দামও আউন্সপ্রতি ৬৫ ডলারে উন্নীত হতে পারে, গড় দাম হবে ৫৬ দশমিক ২৫ ডলার। বরাত দিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদণে জানানো হয়, স্বল্পমেয়াদে দামে কিছুটা ওঠানামা হতে পারে, তবে আগামী বছরে উভয় ধাতুর দাম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, হোয়াইট হাউসের...