১৪ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম দাগনভুঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর তালতলী বাজার সংলগ্ন পাইক বাড়ি পুকুরে অজ্ঞাত দূর্বৃত্তদের ছড়া বিষ প্রয়োগের কারণে স্থানীয় মাছ চাষী গোপাল চন্দ্র দাসের পুকুরের মাছ মরে গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, তার পুকুরের সমস্ত মাছ পানিতে ভেসে উঠেছে। এতে প্রায় দশ লাখাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। স্থানীয়রা জানান, সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে পুকুরে। ওই পুকুরে গোপাল চন্দ্র দাস কাতল, রুই, মৃগেল, তেলাপিয়া সহ বিভিন্ন জাতের মাছ চাষ করছিলেন। মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন সব মাছ মৃত অবস্থায় ভেসে উঠছে, যা তাকে হতবাক করেছে। গোপাল চন্দ্র দাস বলেন, সোমবার বিকেলে পুকুরে মাছের জন্য খাদ্য...