বরিশালের বাকেরগঞ্জে ১৯৯০ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। অনুসন্ধানে জানা যায়, ১৯৯৭ সালে তৎকালীন পৌর চেয়ারম্যান মাহবুব আলমের উদ্যোগে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মৃত মোসলেম আলী বেপারীর কাছ থেকে ৮০ শতাংশ জমি ক্রয় করে পৌর কর্তৃপক্ষ। এরপর সেখানে পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানের নির্মাণকাজ শুরু হয়। প্রথমেই পৌর চেয়ারম্যান মাহবুব আলম গোরস্থানের জমিতে একটি মসজিদ নির্মাণ শুরু করেন। নির্মাণাধীন পৌর গোরস্থানের ওপর নজর পড়ে আওয়ামী লীগ নেত্রী ও নারী কাউন্সিলর আয়নোর। এরপর তাঁর লোকজন দিয়ে ওই মসজিদ দখল করে একটি গৃহ নির্মাণ করে সেখানে বসবাস শুরু করে। ধীরে ধীরে পৌরসভার পুরো ৮০ শতাংশ জমি দখলে নেন আওয়ামী লীগ নেত্রী ও নারী কাউন্সিলর আনোয়ারা বেগম আয়নো। অনুসন্ধানে আরও জানা যায়, পরবর্তীতে...