গতকাল সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, দেশের সব ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে একক প্ল্যাটফর্মে যুক্ত করা হচ্ছে, যাতে যেকোনো অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যায়। এ ব্যবস্থায় ব্যাংক থেকে এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে টাকা পাঠানো যাবে, আবার বিপরীতভাবেও এমএফএস থেকে ব্যাংকে অর্থ স্থানান্তর করা যাবে। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ব্যাংক থেকে এক হাজার টাকা পাঠাতে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা, আর বিকাশ, নগদ বা রকেটের মতো অ্যাপ থেকে এক হাজার...