দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, আবুল কালাম আজাদ অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৬ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে গত ১ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়েছে। শেখ আবুল কালাম আজাদ দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজনসম্পদ জব্দের আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ভোগ দখলে রাখা এসব স্থাবর সম্পদ ক্রোক করা প্রয়োজন। দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, আবুল কালাম আজাদ অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৬ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে...