শীতকাল আসছে। শীত এলে শুধু ঠান্ডাই লাগে না, শরীরেও কিছু পরিবর্তন দেখা দেয়। অনেকেই বলেন, এই সময় রক্তচাপ বা প্রেশার বেড়ে যায়। কিন্তু আসলেই কি শীতে এমন হয়? আর যদি হয়, তাহলে কেন? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল। চলুন আজকের লেখায় জেনে নিই বিস্তারিত।শীতে প্রেশার কেন বাড়ে এ বিষয়ে ডা. রুদ্রজিৎ পাল জানাচ্ছেন, শীতের সময় শরীরের কিছু নার্ভ আর হরমোন বেশি সক্রিয় হয়ে পড়ে। এতে রক্তনালিগুলো একটু সংকুচিত হয়ে যায়, ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।আরও পড়ুন :ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়েআরও পড়ুন :ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদযেসব সাধারণ কারণে পুরুষদের পেলভিক ব্যথা হয়যাদের আগেই প্রেশারের সমস্যা আছে বা যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের এই সময় বেশি সাবধানে থাকতে হয়।প্রেশার বাড়লে...