জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মু. নিজাম উদ্দিন বলেছেন, সেনানিবাসে অস্থায়ী কারাগার স্থাপন রাষ্ট্রে রুল অফ ল' ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার পথে অশনিসংকেত। সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারী কার্যবিধি এবং প্রিজনস অ্যাক্ট ১৮৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত 'এম ই...