ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকার কারণে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলে আবারও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি জানান, এনসিপি যদি শাপলা প্রতীক না নেন, তাহলে ইসি নিজস্ব বিবেচনায় অন্য কোনো প্রতীক বরাদ্দ করবে। এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, তা না নিলে কমিশন সিদ্ধান্ত নেবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিবপ্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক, চিঠি দেয় দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশ্রগ্রহণের বিষয়েও পুণর্বিবেচনা করবেন।বিপরীতে, ইসি বারবার বলে আসছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় না থাকায়...