শারজায় আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টি-টোয়েন্টি সিরিজে।কিন্তু ওয়ানডেতে দৃশ্যপট উল্টো! আবুধাবিতে তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতেই হার মেনেছে টাইগাররা। তাই আজ তৃতীয় ও শেষ ম্যাচে মেহেদী হাসান মিরাজদের সামনে একটাই লক্ষ্য- হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় দলের ভরাডুবি হয়েছে। প্রথম ওয়ানডেতে ২২১ রানের টার্গেটও অতিক্রম করতে পারেনি বাংলাদেশ, হেরেছে পাঁচ উইকেটে। পরের ম্যাচে ব্যাটিংয়ে আরও বিপর্যয়কর অবস্থা। বাংলাদেশ ১৯০ রানের সহজ লক্ষ্যও টপকাতে পারেনি, অলআউট হয় মাত্র ১০৯ রানে! দ্বিতীয় ম্যাচ শেষে দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ স্পষ্ট করেই বলেছেন, 'আমাদের বল দেখে খেলতে হবে, বোলার দেখে নয়। ' তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এমনকি মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিকরাও দায়িত্বশীল ইনিংস খেলতে পারছেন...