ব্যাট হাতে ঝড় তুলেও দলকে শিরোপা জেতাতে পারলেন না সাকিব আল হাসান। কানাডা সুপার সিক্সটির ফাইনালে ব্র্যাম্পটন ব্লিটজের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি, কিন্তু মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে।সাকিবের নেতৃত্বাধীন দল হেরে গেছে ৫.৫ ওভারেই, আর বোলিংয়ের সুযোগই পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার। রবিবার রাতে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মন্ট্রিয়েল। ইনিংসের একপ্রান্তে দাঁড়িয়ে সাকিব লড়াই করলেও অপরপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয় নিয়মিত বিরতিতে। ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ব্রাউন ফিরেন শূন্য রানে। ওপেনার দিলপ্রিত বাজওয়া কিছুটা আগ্রাসী ছিলেন, ৮ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ১৮ রান। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর দায়িত্ব নেন সাকিব। ধুঁকতে থাকা দলকে কিছুটা টেনে তোলেন ১২ বলে ২৯...