মা-ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালীর দুমকিতে ১০ দিনে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে কিশোরসহ ১৪ জেলেকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত হলেন আ. সোবহান (৫৫), সোরাপ মৃধা (৫২), মনির হোসেন (৪০), কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং(৩২), সাগর হাং (২৪), কাদের গাজী(৫৬), সবুজ শরীফ(৫০), ছালাম সিকদার (৫৫), মাহবুব তালুকদার(৩৫)। অপ্রাপ্ত বয়স্ক কাইয়ুম (১৪) নামের কিশোরকে বিশেষ মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।মৎস্য অফিস জানায়, উপজেলার পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে গত ৪ অক্টোবর থেকে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ পর্যন্ত অভিযানে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক...