দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের ফলে কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করলো ভারত।২০০২ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর, এই নিয়ে টানা ১০টি টেস্ট সিরিজ জিতলো ভারতীয় দল। এর আগে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে টানা ১০টি সিরিজ জিতে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। শুভমান গিলের নেতৃত্বে ঘরের মাঠে এটিই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ। আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম পরীক্ষাতেই তিনি শতভাগ সফল। এই ২-০ ব্যবধানের সিরিজ জয়টি টেস্টের দীর্ঘতম ফরম্যাটে অধিনায়ক হিসেবে গিলের প্রথম সিরিজ জয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে তার নেতৃত্বে ইংল্যান্ড সফরে ভারত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছিল। দিল্লির ফিরোজ শাহ...