শরীয়তপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠনের সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টার মতো বন্ধ থাকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল। দাবি মেনে নেওয়া না হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।আরো পড়ুন:টাঙ্গাইলে মহাসড়ক থেকে সরলেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিকঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ, ভোগান্তি টাঙ্গাইলে মহাসড়ক থেকে সরলেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার পর থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে সকাল ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন তারা। ফলে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টোল প্লাজার...