মারা যাওয়া ভ্যানচালকের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি একই উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে।আরো পড়ুন:পলিথিন দেখে চিৎকার করছিল কুকুর, মিলল নবজাতকের মরদেহবাগেরহাটে পচাদিঘীতে মিলল মরদেহ পলিথিন দেখে চিৎকার করছিল কুকুর, মিলল নবজাতকের মরদেহ নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, “গত শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে ছেলের সঙ্গে আমার শেষ দেখা হয়। সেদিন গভীর রাতেও আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও পাইনি। এ কারণে পরের দিন শনিবার শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।” আব্দুল্লার ভাই নাজমুল হোসেন...